আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2818

সালাত

প্রকাশকাল: 17 অক্টো. 2013

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমি মুসাফির এবং যেই বাড়িতে আমি অবস্থান করছি,তার ঠিক নিচেই একটি ছোট মসজিদ। তো আমি যদি কছর পড়ি তাহলে কি জামাআতে নামাযের সোয়াব মিস হবে?কছর না পড়লে কি গোনাহ ও হতে পারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পর্যাপ্ত সুযোগ থাক সত্ত্বেও জামাতে নামায আপনি কেন ত্যাগ করবেন? যখন জামাতে নামায পড়া না যায় তখন একাকি পড়বেন ও কছর করবেন।