আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2815

যাকাত

প্রকাশকাল: 14 অক্টো. 2013

প্রশ্ন

আমাদের একটা স্বর্ণের দোকান আছে দোকানে প্রায় ৫০ ভরি স্বর্ণ আছে। আমার বাবা বেঁচে থাকা অবস্থায় স্বর্ণ সহ দোকানটি আমার চাচাকে ভাড়া দিয়ে মাসে ৫০০০ টাকা করে নিতেন। আমার বাবা মারা যায় ২০০৭ এ। এরপর থেকে ভাড়া বাড়িয়ে ৬০০০ করে দেয় আমার চাচা। আমরা যা ভাড়া পাই তাই দিয়ে আমার পরিবার চলে। যেহেতু ইনকাম করার মত পরিবারে কেউ নেই। আমার প্রশ্ন হল ১. প্রায় ৫০ ভরি স্বর্নের যাকাত দিতে হবে কিনা? যদি দিতে হয় কিভাবে দিব? আমাদের তো দেওয়ার মত টাকা নেই যা পাই তা সংসার খরচে চলে যায়। বাবা ২০০৭ এ মারা যাওয়ার পর আমরা কোন যাকাত দিইনি এই স্বর্ণের। যদি দিতে হয় এতদিন যা দিইনি তা কি হবে?
ইমেইল – [email protected]
ধন্যবাদ

উত্তর

আপনারা ভাই-বোন কতজন? বালেগ না না-বালেগ দাদা-দাদী, আম্মা আছে কিনা বিস্তারিত জানিয়ে প্রশ্ন করবেন।