আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2806

আদব আখলাক

প্রকাশকাল: 5 অক্টো. 2013

প্রশ্ন

কারো সৌন্দর্য্য, শরীর নিয়ে অথবা কেও দেখতে সুন্দর বা কালো কিংবা কেউ মোটা বা চিকন এই ধরনের কথা বলা উচিত না বা গুনাহ অথবা পাপের কাজ … এই সম্পর্কিত কিছু তথ্য কুরআন বা হাদিস এ আছে কি না থাকলে দয়া করে রেফারেন্স সহো জানাবেন … অগ্রিম ধন্যবাদ …

উত্তর

কারো সৌন্দর্য্য, শরীর নিয়ে অথবা কেও দেখতে সুন্দর বা কালো কিংবা কেউ মোটা বা চিকন এই ধরনের কথা বলা বড় গুনাহের কাজ। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, وَلا تَنَابَزُوا بِالأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الإِيمَانِ وَمَن لَّمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمُ الظَّالِمُونَ তোমরা কারো উপনাম বানাবে না, ঈমান গ্রহণের পর এটা বিরাট জঘন্যতম কাজ। যারা (এই খারাপ কাজ করে) তওবা না করবে তারা জালিম। সূরা হুজুরত, আয়াত ১১ আশা করি উত্তর পেয়েছেন।