আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2791

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 সেপ্টে. 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ..একটি ভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের গ্রামে। একটি পুরনো মসজিদ ভেঙে নতুন এবং বড় মসজিদ তৈরী করার সিদ্ধান্ত নিল, কিন্তু ঐ পুরনো স্থানে আমাদের কাঙ্খিত মসজিদ তৈরী করা সম্ভব নয়। কারন পর্যাপ্ত জায়গার অভাব, চারদিকে মানুষের ঘর হয়েছে। ঠিক এই সময় আল্লাহর এক বান্দা ঐ পুরনো মসজিদের একটু পাশেই জমি দিতে রাজি হয় এই শর্তে যে ঐ পুরনো মসজিদের জায়গাটি তাকে দিতে হবে, সে ওইখানে ঘর নির্মাণ করবে। যদিও ঐ ব্যক্তির দেওয়া জমিন প্রশস্ত ও বড়। এখন প্রশ্ন হল, এইটা কি করা ঠিক হবে, যে পুরনো মসজিদের জায়গায় থাকার ঘর নির্মাণ করবে? যদি সুন্নাহ সম্মত পদ্ধতি থাকে তাহলে জানাবেন। এক Madrasar Principle এইটা ঠিক হবে না বলেছেন। তাহলে মসজিদের জায়গায় কি প্রয়োজনে মসজিদ ভিন্ন কিছুই করা যাবে না? আশা করি সঠিক সমাধান পাব ।

উত্তর

আলেমদের একদল বলেছেন, মসজিদের জায়গা চিরদিনের জন্য মসজিদের হয়ে যায়। তাদের মতানুযায়ী আপনাদের বর্তমান মসজিদের জায়গাতে নতুন জমি দানকারী বাড়ি বানাতে পারবে না। তা ফেলে রাখতে হবে, সেটা মসজিদের জমি বলে বিবেচিত হবে।বিস্তারিত জানতে দেখুনhttp://www.somewhereinblog.net/blog/hamidy/30011970 আমাদের দেশে সাধারণত এই মতের উপর আমল করা হয়। অন্য দল বলেছেন, স্থানান্তর করা যাবে। আগের জায়গা অন্য কাজে ব্যবহার করা যাবে, বিক্রি করা যাবে। সে হিসাবে সেখানে নতুন জমি দানকারী বাড়ি বানাতে পারবে। বিস্তারিত জানতে দেখুনhttp://at-tahreek.com/site/show/296