আসসালামু আলাইকুম। মুহতারাম, মসজিদে ঢুকে কেউ যদি দেখে যে ফরয সালাতের সালাম ফেরানো হচ্ছে, তাহলে কী সে জামাত পেল বলে ধরে নেয়া যায়? এবিষয়ে কী কোন দলিল আছে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। জামাতের সওয়াব পেতে হলে কমপক্ষে এক রাকআত পেতে হবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৮০। তবে সালাম ফিরানোর আগে যদি সে জামাতে শরীক হতে পারে সে শরীক হবে।