আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2787

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 সেপ্টে. 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমি তিন সন্তানের মা। ২০১৫ থেকে এক ভীষণ কষ্ট । চাকরির জন্য যেখানে ইসলাম যাই মুখে নিকাব পড়া যাবে না। অফিসের ভেতরে খোলা রাখতে হবে। আমি কি করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনার কষ্ট দূরে করে দিন। কোন কোন ফকীহ যেহেতু মুখ খোলার অনুমতি দিয়েছেন সে হিসাবে আপনি যত দিন এমন অফিস খুঁজে না পাবেন যেখানে মুখ ঢেকে রাখা যায় ততদিন মুখ খুলে রেখে অফিসে কাজ করে যাবেন, আশা করি আপনি গুনাগগার হবেন না। তবে এমন প্রতিষ্ঠান খুঁজতে চেষ্টা চালিয়ে যাবেন যেখানে মুখ ঢেকে আপনি কাজ করতে পারবেন।