আসসালামুয়ালাইকুম,
(১) ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কালবি আলা দ্বীনিক এই দুয়া কি শেষ তাশাহুদের সময় দুয়া মাসুরার পর পরা যাবে ( আমি সাধারণত রাব্বানা আতিনা…রাব্বির হামহুমা … ইসমেআজম এই দুয়া গুলি পরি; এই গুলা পরা কি ঠিক আছে?)
(২) শেষ তাশাহুদের সময় দুয়া মাসুরার পর কি তওবা ইস্তেগফার পরা যাবে?
(৩) শেষ তাশাহুদের সময় দুয়া মাসুরার পর কি আল্লার কাছে নিজের ভাষায় দুয়া করা যাবে?