আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2784

ঈমান

প্রকাশকাল: 13 সেপ্টে. 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
(১) ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কালবি আলা দ্বীনিক এই দুয়া কি শেষ তাশাহুদের সময় দুয়া মাসুরার পর পরা যাবে ( আমি সাধারণত রাব্বানা আতিনা…রাব্বির হামহুমা … ইসমেআজম এই দুয়া গুলি পরি; এই গুলা পরা কি ঠিক আছে?)
(২) শেষ তাশাহুদের সময় দুয়া মাসুরার পর কি তওবা ইস্তেগফার পরা যাবে?
(৩) শেষ তাশাহুদের সময় দুয়া মাসুরার পর কি আল্লার কাছে নিজের ভাষায় দুয়া করা যাবে?

উত্তর

কুরআন-হাদীসে বর্ণিত যে কোন দুআ ঐ সময় পড়া যাবে।তওবা ইস্তেগফার করবেন তবে, সেটা যেন হাদীসে ঐ ভাষাতেই থাকে। নিজের ভাষায় দুআ করবেন না, কুরআন বা হাদীসে বর্ণিত দুআ আরবীতে পাঠ করবেন।