আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2779

বিবিধ

প্রকাশকাল: 8 সেপ্টে. 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু জনাব ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সার। সার আমার কিছু প্রশ্ন ছিল ১। জামাতে যখন ইকামত দেয়া হয় তখন ইমামের পিছনে যারাথাকে তারা কি চুপথাকবে নাকি আস্তে আস্তে ইকামত পাঠ করবে? ২। চোখ বন্ধ করে সালত পরা কি সহিহ হবে? ৩। হাদিস শরিফ এ কি ভাবে বুঝব কোন হাদিস টা সহিহ আর কোনটা যয়িফ।আমি মোবাইল এর apps থেকে হাদিস পরি,app এ সহিহ যয়িফ কিছুই লেখা নেই। ৪। আমি যদি তারাবির সালাত ২ রাকাত করে ৮ রাকাত পরি, খুব ধিরুতার সাথে তাহলে কি আমার তারাবির সালাত আদায় হবে,নাকি ৪ ঘণ্টা ধরেই সালাত আদাই করতে হবে।আজকাল তারাবির জামাতে কুরআন শরীফ খতম দেয়া হয়,আমি যদি বাসায় সুরা দিয়ে তারাবির সালাত আদায় করি, এবং রমজান এর মধ্যে অন্য সময় কুরআন শরীফ খতম করি তাহলে কি আমি খতম তারাবির মতো সওয়াব পাবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি হয়তো জানেন না স্যার রাহিমাহুল্লাহ দুই বছর আগে মারা গেছেন। আপনার প্রশ্নগুলোর ১। এই বিষয়ে স্পষ্ট কোন হাদীস না থাকায় আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমের মতে আযানের মত একামতেও জবাব দিতে হবে। আবার অনেকেই বলেন না, একামতে জবাব দিতে হবে না। বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/111791 ২। সালাতের সময় চোখ বন্ধ করার প্রয়োজন নেই। বন্ধ করলে সহীহ হবে না এরকমও না। ৩। যেখানে সহীহ যয়ীফ লেখা থাকে সেখান থেকে পড়ার চেষ্টা করবেন। প্রয়োজনে ভাল কোন আলেমের কাছে পরামর্শ নিবেন। ৪।যতটা সম্ভব বেশী সময় নিয়ে তারবাীহ সালাত আদায় করবেন। না, বাসায় সূরা দিয়ে তারবীহ পড়তে খতম তারাবীর সওয়াব হবে না। তবে কুরআন খতমের সওয়াব হবে, সালাতের মধ্যে পড়লে যে সওয়াব হয় সেটা হবে না।