আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু জনাব ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সার। সার আমার কিছু প্রশ্ন ছিল ১। জামাতে যখন ইকামত দেয়া হয় তখন ইমামের পিছনে যারাথাকে তারা কি চুপথাকবে নাকি আস্তে আস্তে ইকামত পাঠ করবে? ২। চোখ বন্ধ করে সালত পরা কি সহিহ হবে? ৩। হাদিস শরিফ এ কি ভাবে বুঝব কোন হাদিস টা সহিহ আর কোনটা যয়িফ।আমি মোবাইল এর apps থেকে হাদিস পরি,app এ সহিহ যয়িফ কিছুই লেখা নেই। ৪। আমি যদি তারাবির সালাত ২ রাকাত করে ৮ রাকাত পরি, খুব ধিরুতার সাথে তাহলে কি আমার তারাবির সালাত আদায় হবে,নাকি ৪ ঘণ্টা ধরেই সালাত আদাই করতে হবে।আজকাল তারাবির জামাতে কুরআন শরীফ খতম দেয়া হয়,আমি যদি বাসায় সুরা দিয়ে তারাবির সালাত আদায় করি, এবং রমজান এর মধ্যে অন্য সময় কুরআন শরীফ খতম করি তাহলে কি আমি খতম তারাবির মতো সওয়াব পাবো?