আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার কাছে ভাল চাউল আছে। আমি এর থেকে নিম্ন মানের চাউল প্রতি 1.5 kg=1kg (ভাল চাউল) দেওয়ার শর্তে রাজি হয় । কুরআন সুন্নহের আলোকে এটা বৈধ হবে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। না, এভাবে লেনদেন বৈধ নয়। আপনি তার খারাপ চাউল আগে একটা দামে কিনে নিবেন আর পরবর্তীর্তে আপনার ভাল চাউল নতুন একটা দামে তার কাছে বিক্রি করে দিবেন।