আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2762

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 আগস্ট 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 1) আমাদের মসজিদের ইমাম বললেন, শবে বরাতে রাতে কিয়ামুল্লাইল ও দিনে একটি রোজা রাখতে বললেন । এই টা কি সহীহ?
2) আমাদরে মেসের ছেলেরা নামাজ তো আদাই করেই না সারা দিন তাশ খেলে মোভি দেখে অথচ রোজাদার,তাদের রোজা কি হচ্ছে?
3) রামাদানে শয়তান কে শিকল পরানো হয়, তার পরেও কেন মানুষ পাপাচারের কাজে লিপ্ত হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। না, শবে বরাতের রাত্রে বিশেষভাবে কোন আমল করতে হবে বা রোজা রাখতে হবে এটা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়। তবে স্বাভাবিকভাবে অন্যান্য রাত্রের ন্যায় কিয়ামুল লাইল করতে পারে। এবং এই রাতের যেহেতু বিশেষ ফজিলত রয়েছে তাই কেউ বেশী ইবাদত করলে করতে পারে। তবে হাদীসে বিশেষ কোন ইবাদাতের কথা বলা হয় নি। ২। তাদের কাছে রোজা হওয়া না হওয়ার কি কোন দাম আছে? রোজা রেখে কেন কোন অবস্থাতেই এগুলো করা জায়েজ না। ৩। মানুষের ভিতর শয়তানের যে গুন চলে এসেছে তাতে মানুষই শয়তানে পরিণত হয়েছে। শয়তানকে বেঁধে রাখা হয়েছে, মানুষ শয়তানের নফসকে তো আর বেঁধে রখা হয় নি। তাই সারা বছর শয়তানি করলে তার প্রভাবে রমজান মাসটাও শয়তানীতে কেটে যায়।