আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2758

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 আগস্ট 2013

প্রশ্ন

একজন মুফতির ওয়াজে শুনলাম যে নাভির নিচে লুঙ্গি বা প্যান্ট পড়েনামাজ পড়লে নামাজ বাতিল হবে সেটা কিঠিক বলেছে?

উত্তর

বিষয়টি হলো যদি নাভির নিচে প্যান্ট বা লু্ঙ্গি পরার কারলে নাভির নিচের অংশ অনাবৃত হয়ে যায় তাহলে নামায বাতিল হবে। পক্ষান্তরে লুঙ্গি বা প্যান্ট যদি নাভির নিচে পরে আর জামা দ্বার সেই অংশ আবৃত থাকে তাহলে নামায বাতিল হবে না।