আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2752

বিবিধ

প্রকাশকাল: 12 আগস্ট 2013

প্রশ্ন

টিকটিকি মারলে কি কোন সওয়াব আছে? ইসলাম কি বলে জানতে চাই?

উত্তর

হ্যাঁ টিকটিক মারলে সওয়াব হয়। রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ قَتَلَ وَزَغًا فِى أَوَّلِ ضَرْبَةٍ كُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَفِى الثَّانِيَةِ دُونَ ذَلِكَ وَفِى الثَّالِثَةِ دُونَ ذَلِكَ . প্রথম আঘাতে টিকটিকি মারতে পারলে ১০০ নেকী, দ্বিতীয় আঘাতে তার চেয়ে কম, তৃতীয় আঘাতে মারতে পারলে তার চেয়েও কম নেকী পাবে। সহীহ মুসলিম, হাদীস নং ৫৯৮৪।