আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2750

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 10 আগস্ট 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১। হাই কমোড(ইংলিশ টয়লেটও বলা হয়) ব্যব-হারের ক্ষেত্রে শরীয়তের কোন বিধি নিষেধ আছে কি? আমি দেশের বাহিরে থাকি, আর আমদের বাসায় হাই কমোড ছাড়া নরমাল প্যান (সাধারন কমোড) নাই। এক্ষেত্রে দেখা যায যে অলসতাবশত আর বিরক্তির কারনে সাধারনত বসে শুধু প্রস্রাব করার জন্য বসাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। আর প্রস্রাব পায়খানা শেষে পবিত্রতা অর্জনের জন্য যখন পানি ব্যবহার করা হয় তখন কমোডে থাকা ময়লা পানি মিশ্রিত পানির ছিটকা নিচ থেকে আবার উপরে নিজের শরীরে আসার সম্ভাবনা দেখা যায়। অভার অল পূর্ন পবিত্রতার ব্যপারে একপ্রকার সন্দেহ থেকেই যায়। ২। এক্ষেত্রে অনুগ্রহপূর্বক আমার জন্য কোন পরামর্শ দিবেন কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আপনাদের ঐ পরিবেশ থেকে বের হওয়া সম্ভব নয় তাই ওখানেই অধিক সতর্কতা অবলম্বন করে পবিত্র হওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা উত্তম প্রতিদান পাবেন।