আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2749

রোজা

প্রকাশকাল: 9 আগস্ট 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। স্যারের লিখা শবে বরাত বইটি পড়ে অনেক ভুল ও বানোয়াট প্রথা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। আমি দেখলাম রাসুল (সঃ) এক সাথে 15 দিন বা কখনো আবার পুরো শাবান সাওম করেছেন। আমার প্রশ্ন হলঃ
1) আমা যদি পুরো শাবানে রোজা থাকি তাহলে কি কোন গুনাহ হবে? রামাদানের কতদিন আগে রোজা আর রাখাই যাবেনা এটা জানতে চাই। 2) একজন যুবক ছেলে মেসে থেকে এই রোজা রাখার নিয়্যাত করল। কিন্তু বিকালের রান্না খাবার নষ্ট হয়ে যাই বলে সে শুয়ার আগে মানে রাত 11.00pm দিকে খেয়ে নেই, যা তার জন্য কোন সমস্যাই হয়না, ছেলেটির এভাবে রোজা রাখার জন্য মসজিদের ইমাম সাহেব তাকে নিষেধ করলেন যে তুমি পর পর শেষররাতেসেহরি না খেয়ে লাগাতার রোজা রাখা নিষেধ হাদিসে আছে। সহীহ সুন্নাহের আলোকে বিস্তারিত জানতে আগ্রহী ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, পুরো শাবান মাস রোজা রাখলে কোন সমস্য হবে না। ২। দেখুন রাত ১১ টায় খাওয়া এটা সেহরী নয়। তবে সেহরী না খেয়েও রোজা রাখা যায়। তবে সেহরী খাওয়া সুন্নাত। বারবার এমন করলে স্বাস্থের সমস্যা হতে পারে তাই এমনটি না করাই কাম্য।