আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2748

তাফসীর

প্রকাশকাল: 8 আগস্ট 2013

প্রশ্ন

১। আমি কুরআন বুজে বুজে পড়তে চাই। এক্ষেত্রে ট্রান্সলেইটেড(অনুবাদকৃত) কুরআন এবং তাফসীর পড়া যথেষ্ট হবে?
২। আমার জন্য আরবী ভাষা শিখে বুজে বুজে পড়া কতটুকু জরুরী?
৩। বুজে পড়ার জন্য আরবী যদি শিখতেই হয় তাহলে অনলাইন বা কোন বই গুলো সংগ্রহ করে শিখার চেষ্টা করতে পারি তার জন্য উপদেশ বা পরামর্শমূলক কিছু যদি জানাতেন উপকৃত হই।

উত্তর

না, শুধু অনুবাদ পড়ে কুরআন পুরোপুর বুঝে আসবে না। যেমনি ভাবে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এর বই নিজে নিজে পড়ে বুঝেও আসবে না, ডাক্তার- ইঞ্জিনিয়ার হওয়াও যাবে না। ২। নিজে নিজে কেউ কোন দিন কোন বই পড়ে কোন ভাষা শিখতে পারে না। বইয়ের পাশাপাশি প্রয়োজন হবে একজন দক্ষ শিক্ষক। আপনি একজন দক্ষ শিক্ষক খুঁজে তার পরামর্শমত শিখুন।