আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2741

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 আগস্ট 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। 1)পুরুষ ও মহিলাদের সালাতের মধ্যে পার্থক্য আছে কিনা । থাকলে জানাবেন। 2) জানাজার সালাতে সুরা ফাতিহা পড়ার বিধান কি? 3) আমি জানতে চাই তামাক উৎপাদন কি জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নারী-পুরুষের সালাতে মূলত কোন পার্থক্য নেই। তবে রুকু-সাজদাতে একটু জড়-সড় হওয়ার কথা গ্রহনযোগ্য হাদীসে আছে এবং প্রথম যুগ থেকে প্রচলিত। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0028 নং প্রশ্নের উত্তর। ২। এই বিষয়ে সাহাবীদের থেকে দুই ধরণের আমল পাওয়া যায়। কেও পড়েছেন আবার কেও পড়েন নি। বিস্তারিত জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি. রচিত রাহে বেলায়াত বইটি দেখুন। ৩। না, তামাক উৎপাদন জায়েজ না।