আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2740

সালাত

প্রকাশকাল: 31 জুলাই 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম
স্বামীর পিছনে স্ত্রী ফরজ নামায আদায় করলে সুবহানাল্লাহ বলে লোকমা দিলে কি ভুল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বামীর পিছনে স্ত্রী ফরজ নামায কেন আদায় করবে, স্বামী মসজিদে নামায আদায় করবে স্ত্রী বাড়িতে। আর মহিলাদের সুবহানাল্লাহ বলে লোকমা দেয়ার কোন সুযোগ হাদীসে নেই। পুরুষেরা এটা করবে।