আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 274

নামায

প্রকাশকাল: 30 অক্টো. 2006

প্রশ্ন

স্যার আস্সালামুআলাইকুম আমি সপ্নদোষের ব্যাপারে জানতে চাই যে যদি রাতে আমার সপ্নদোষ হয় তাহলে তো আমাকে ফজর নামায আদায় করতে হয় তো ওযু করাটাই তো কষ্টের ব্যাপার সেখানে গোসল করা বাধ্যতামুলক কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, স্বপ্নদোষ হলে গোসল করা অবশ্যক। তবে শুধু স্বপ্ন দেখলেই গোসল ফরজ হয় না বরং সিক্ততা অনুভব করলেই কেবল গোসল ওয়াজিব হবে। আয়েশা রা. বলেন, سُئِلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلاَ يَذْكُرُ احْتِلاَمًا قَالَ يَغْتَسِلُ . وَعَنِ الرَّجُلِ يَرَى أَنَّهُ قَدِ احْتَلَمَ وَلاَ يَجِدُ الْبَلَلَ قَالَ ্র لاَ غُسْلَ عَلَيْهِ রাসূলুল্লাহ সা. কে জিজ্ঞাসা করা হলো এমন লোক সম্পর্কে যে (ঘুম থেকে উঠার পরে) সিক্ততা দেখে কিন্তু তার স্বপ্নদোষের কথা মনে নেই, তিনি বললেন, সে গোসল করবে। এবং এমন লোক সম্পর্কে যে স্বপ্ন দেখে কিন্তু সিক্ততা পাই না, তিনি বলেন তার উপর গোসল ফরজ নয়। … সুনানে আবু দাউদ, হাদীস নং২৩৬; সুনানে তিরমিযী, হাদীস নং ১১৩। শায়খ আলবানী রহ. বলেছেন হাদীসটি সহীহ আর শায়খ শুয়াইব আরনাউত বলেছেন,হাদীসটি হাসান লিগয়রিহী। এই হাদীস দ্বারা স্পষ্ট বুঝা গেল যে, স্বপ্ন দোষ হলে তথা ঘুমের পরে বস্ত্রে সিক্ততা পাওয়া গেলে গোসল অপরিহার্য। তবে গোসল করলে যদি অসুস্থ হওয়ার প্রবল আশংকা থাকে তাহলে তায়াম্মুম করেও নামায পড়া যাবে। তবে প্রথমে ওযু করে নিতে হবে।