(মুহতারাম, আসসালামুয়ালাইকুম। ১) অনেকেই নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআস সলামের রওযায় সালাত সালাম পেশ করার কথা বলে থাকেন। এক্ষেত্রে আমি জানি যে, দরূদ শারীফ পড়লেই নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআসসলামের প্রতি সালাত পেশ করা হয়ে যায়। নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআসসলামের রওযায় সালাত পেশ করার বিষয়ে আমার জানা কী ঠিক আছে? যদি ঠিক থাকে তবে, নিজের ঘর থেকেই নবী-এ-কারীম সাল্লাল্লাহুআলাইওআসসলামের রওযায় সালাম পেশ করার শারিঈ নিয়ম কী?
২) কোন রুমের বিছানায় (উপরে) কোন ব্যক্তি বসা/শোয়া অবস্থায় থাকলে, অপর কোন ব্যক্তি কী ঐ রুমের ফ্লোরে (নিচে) কুরআনুল কারিম নিয়ে তিলাওয়াত করতে পারবে?