আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2736

আখিরাত

প্রকাশকাল: 27 জুলাই 2013

প্রশ্ন

আস-সালামুয়ালাইকুম, সুন্নাতের গুরুত্ব কি?
যদি কেউ সুন্নাত না মানে বা সুন্নাত ছালাত না মানে তাহলে শাস্তি হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআন ও হাদীসের ভিত্তিতে কিছু বা আমল ফরজ আর কিছু আমল সুন্নাত। সুন্নাত বাদ দিলে গুনাহ হয়তো হবে না, কিন্তু একজন মূমিনের উচিত রাসূলুল্লাহ সা. ইবাদত যেভাবে করেছেন সেভাবে করা। তিনি যখন সুন্নাত সালাত আদায় করতে বলেছেন তখন সুন্নাত আদায় করা। সুন্নাত ছেড়ে দেয়া উচিত নয়