আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2725

নামায

প্রকাশকাল: 16 জুলাই 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, বেশ কিছুদিন আগে প্রশ্নগুলো করছিলাম কিন্তু এখনও উত্তর পাইনি বলে আবার করছি। ১) জুম্মার দিনে আমাদের এলাকার প্রায় মসজিদেই দেখা যায়, ইমাম হুজুর এসে বাংলায় কিছু কথা বলেন, এর পর সুন্নাত সালাত পড়ার সময় দেন তারপর আরবীতে খুতবা শুরু করেন। পাশাপাশি সহিহ বুখারির হাদিস নং: ৯১০ হাদিস থেকে জানা যায় যে, সালমান ফারসী রাজিয়াল্লাহুআনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইওআসসলাম বলেছেন, যে ব্যক্তি জুমুআর দিন ভালভাবে গোসল করে তেল বা সুগন্ধি ব্যবহার করে (মসজিদে) গমন করবে অতঃপর (মসজিদে) কাউকে না ডিঙিয়ে সাধ্যানুযায়ী নামায পড়বে এবং যখন ইমাম খুতবা দেয়ার জন্য বের হবে তখন চুপ করে তা শুনবে, তার এক জুমুআ থেকে অপর জুমুআর মাঝের সব গুনাহ মাফ করে দেয়া হবে। এই হাদিসে রাকআত সংখ্যা নির্দিষ্ট করা হয়নি বলে আলেমগণ বলেছেন দুই রাকআত থেকে শুরু করে যত ইচ্ছা পড়বে, যত বেশি পড়বে ততো বেশি সওয়াব হবে। এমতাবস্থায়, মসজিদে প্রবেশের পর যদি দেখা যায়, আরবী খুতবা শুরুর আগে বাংলায় কথা বলছেন, তাহলে কী সেসময় উপরিউক্ত হাদিস অনুসারে আরবী খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত দুই রাকআত দুই রাকআত করে সালাত আদায় করতে থাকব, নাকি কোন কিছু না পড়ে উনার বাংলায় বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকবো এবং উনার বাংলায় বলা কথাগুলোর পর যখন চার রাকাআত সুন্নাত সালাতের সময় পাওয়া যাবে তখন সুন্নাত সালাত আদায় করবো?
২) আমি যতটুকু জানতে পেরেছি, আযানের উত্তর দেয়ার মাসনুন নিয়ম হচ্ছে, আযানের শব্দগুলো শুনার পরপরই নিজে নিজে বলার পর (শুধুমাত্র হাইয়ালাসালালাহ ও হাইয়ালাল ফালাহ শুনার পর লা-হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা-বিল্লাহ বলা), দরূদ-এ-ইব্রাহিম পরে আযানের মাসনুন দোয়াটি (আল্লাহুম্মা রাব্বাহাযিহি দাওয়াতিত্তামা ওয়া আত্তাহ। ) পড়া। তদ্রুপ আমার জানামতে, ইকামাতের উত্তর দেয়ার মাসনুন নিয়ম হচ্ছে, ইকামাতের শব্দগুলো শুনার পরপরই নিজে নিজে বলা (শুধুমাত্র হাইয়ালাসালালাহ ও হাইয়ালাল ফালাহ শুনার পর লা-হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা-বিল্লাহ বলা)। এমতাবস্থায়, আমার প্রশ্ন, আযান ও ইকামাতের উত্তর দেয়ার উপরিউক্ত নিয়মগুলো সঠিক কিনা এবং জুম্মার সালাতের প্রথম ও দ্বিতীয় আযান ও ইকামাতের উত্তর কী এক নিয়মে দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জুমুআর মূল খুতবার পূর্বে যদি মসজিদে কোন আলোচনা না হয় সেক্ষেত্রে আপনি খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত সুন্নাত সালাত পড়তে পারেন। আর যদি আলোচনা হয় তাহলে সুন্নাত সালাত পড়তে পারেন আবার ইমাম সাহেবের আলোচনাও শুনতে পারেনে। মূল খুতবা শুরু হওয়র পূর্বে আলোচনা প্রসঙ্গে হাদীসটি লক্ষ করুন عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كَانَ أَبُو هُرَيْرَةَ يَقُومُ يَوْمَ الْجُمُعَةِ إِلَى جَانِبِ الْمِنْبَرِ فَيَطْرَحُ أَعْقَابَ نَعْلَيْهِ فِي ذِرَاعَيْهِ ثُمَّ يَقْبِضُ عَلَى رُمَّانَةِ الْمِنْبَرِ ، يَقُولُ : قَالَ أَبُو الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ الصَّادِقُ الْمَصْدُوقُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ يَقُولُ فِي بَعْضِ ذَلِكَ : وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ فَإِذَا سَمِعَ حَرَكَةَ بَابِ الْمَقْصُورَةِ بِخُرُوجِ الإِمَامِ جَلَسَ অর্থ : আসেম (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, জুমুআর দিন হযরত আবু হুরায়রা (রা.) জুতা খুলে মিম্বরের পাশে দাঁড়িয়ে মিম্বর ধরে বলতেন, আবুল কাসেম (সা.) বলেন, মুহাম্মাদ (সা.) বলেন, রাসূল (সা.) বলেন, সাদেক মাসদুক (সা.) বলেন, ধ্বংস আরবদের জন্য, ওই ফিতনার কারণে, যা নিকটবর্তী। এরপর যখন ইমাম সাহেবের বের হবার আওয়াজ শুনতেন, তখন তিনি বসে যেতেন। মুসতাদরক হাকেম হাদীস নং ৩৬৭। عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ يَوْمَ الْجُمُعَةِ فَمَا زَالَ يُحَدِّثُنَا حَتَّى خَرَجَ الْإِمَامُ হযরত আবদুল্লাহ বিন বুছর (রা.) জুমুআর দিন প্রথমে ওয়াজ করতেন। যখন খতীব খুতবার জন্য আগমন করতেন, তখন তিনি ওয়াজ বন্ধ করতেন। মুসতাদরক হাকেম হাদীস নং ১০৬১। হাদীসটি সহীহ। সুতরাং আপনি চাইলে সুন্নাত সালাত আদায় করতে পারেন। আবার বয়ানও শুনতে পারেন।