আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2722

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 13 জুলাই 2013

প্রশ্ন

আস সালামুয়ালাইকুম। ১. স্যার তাবলীগ জামাত এ যারা ৪০ দিন ৩ দিন বা ৪ মাস এর চিল্লায় যায় আতা কততা শরিয়াত সম্মত। কারন ইসলামে পরিবারের হক আগে মেটানো ফরজ। আর ইসলাম কি এইভাবে দাওয়াত দিতে বলেছে? কারন এতে স্ত্রী, হক পুর পুরি আদায় করা যায়না। ২.ইসলামে আল্লাহর প্রতি দাওয়াত দাওয়াত দেওয়া কি ফরজ না সুন্নাত? plz বিস্তারিত জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি তাদের হক পুরোপুরি আদায় করতে না পারেন যাবেন না। যারা পারে তারা যাবে, আপনি তাদের সমালোচনা করতে যাবেন না। দাওয়াত দেয়া কখনো ফরজ, কখনো সুন্নাত। সাধারণভাবে ফরজে কেফায়া বলা যায়।