আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2720

সালাত

প্রকাশকাল: 11 জুলাই 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম, সালাতের আগে সুতরা দিয়ে সালাত শুরু করলে সুতরার সামনে দিয়ে অন্য ব্যক্তি যাতায়াত করতে পারবে, মর্মে ফতওয়াটি আমি জানি। এমন কোন ফতওয়া কী আছে যে, সুতরাবিহীন অবস্থায় সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াতের জন্য সালাতরত ব্যক্তির সামনে সুতরা রেখে দিলেই হবে? (সেক্ষেত্রে কোন এক ব্যক্তির পক্ষে একটি সুতরা ব্যবহার করে একজন সালাতরত ব্য্যক্তিকে অতিক্রম করার পর সুতরাটি উঠিয়ে আবার অপর একজন সালাতরত ব্যক্তির সামনে ব্যবহার করে তাকেও অতিক্রম করতে পারবে এবং এভাবে আরও সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সম্ভব)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, সুতরাবিহীন অবস্থায় সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াতের জন্য সালাতরত ব্যক্তির সামনে সুতরা রেখে দিলেই হবে। মূল বিষয় সালাতের সামনে দিয়ে যাওয়া যাবে না। সুতরা দিতে হবে। সুতরা যে কোন একজন দিলেই হবে। এটা তো সাধারণ জ্ঞানের কথা। এই ধরণের ক্ষেত্রে হাদীসের প্রয়োজন নেই।