আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2718

নামায

প্রকাশকাল: 9 জুলাই 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১) ফরজ সালাতের আগের চার রাকাআত সুন্নাত-এ-মুক্কাদা সালাত তিন রাকাআত শেষ করার পরপরই যদি ফরজ সালাত শুরু হয়ে যায়, তবে কী করবো?

২) শারিঈ জ্ঞ্যান অর্জনের লক্ষ্যে আমি বিভিন্ন আলেমের বই ও প্রবন্ধ পড়ে থাকি। এঁদের মধ্যে অধ্যাপক ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যার, শাহ মুহাম্মাদ ওয়ালিউল্লাহ দেহলোভী ((রাহিমাহুল্লাহ), শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রাহিমাহুল্লাহ), মাওলানা তকি উসমানী, শাইখ ইবনে বাজ (রাহিমাহুল্লাহ), মুহাম্মাদ ইকবাল কিলানী, মুফতি মানসুরুল হক, শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন, শায়খ নাসিরুদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ), শায়খ সালেহ বিন ফাউযান আল ফাউযান, অধ্যাপক ডঃ আসাদুল্লাহ গালিবসহ আরও অনেকেই উল্লেখযোগ্য। পাশাপাশি আমি আপনাদের ওয়েবসাইট সহ www.islamqai.info, www.alifta.com এবং www.darulifta-deoband.com ব্রাউজ করি। কিন্তু গত কিছুদিন আগে www.darulifta-deoband.com থেকে জানতে পারলাম যে, শায়খ নাসিরুদ্দিন আলবানী একজন চরমপন্থী ও গোঁড়া গায়রে মুকাল্লিদ এবং হানাফীদের প্রতি সঙ্কীর্ণ মনোভাবসম্পন্ন। উপরন্তু তিনি আহলে সুন্নাহ আল জামাত থেকে বহিষ্কৃত ব্যক্তি (…Nasiruddin Al-bani was extremist, staunch ghair muqallid as well as narrow minded towards Hanafis. He is out of Ahl Sunnah Al-Jamah) । এমতাবস্থায়, আমি খুব কনফিউসড। বিষয়টি কী সত্য? যদি সত্য হয়, তবে আমার কী শায়খ নাসিরুদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ)-এর বই পড়া বা তাঁর তাহকীক গ্রহণ করা উচিৎ? (প্রশ্নটি www.darulifta-deoband.com এ পোস্ট করতে পারছিনা বলে আপনাদের শরণাপন্ন হচ্ছি)।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চার রাকআত শেষ করবেন। তারপর ফরজ সালাতের জন্য দাঁড়াবেন। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0031 নং প্রশ্নের উত্তর। সবাই মানুষ, তারা চেষ্টা করেছেন ইসলামকে মানুষের জন্য উপস্থাপন করতে। ভুল-ভ্রান্তি সকলেরই আছে। শায়খ আলবানী রহ. তাদের একজন, তিনিও সঠিক করার চেষ্টা করেছেন, কখনো কখনো হয়তো ভুল হয়েছে। তাই বলে তাঁর প্রতি কোন শ্রদ্ধাবোধ থাকবে না এটা হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন।