আসসালামু আলাইকুম। ১) ফরজ সালাতের আগের চার রাকাআত সুন্নাত-এ-মুক্কাদা সালাত তিন রাকাআত শেষ করার পরপরই যদি ফরজ সালাত শুরু হয়ে যায়, তবে কী করবো?
২) শারিঈ জ্ঞ্যান অর্জনের লক্ষ্যে আমি বিভিন্ন আলেমের বই ও প্রবন্ধ পড়ে থাকি। এঁদের মধ্যে অধ্যাপক ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) স্যার, শাহ মুহাম্মাদ ওয়ালিউল্লাহ দেহলোভী ((রাহিমাহুল্লাহ), শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রাহিমাহুল্লাহ), মাওলানা তকি উসমানী, শাইখ ইবনে বাজ (রাহিমাহুল্লাহ), মুহাম্মাদ ইকবাল কিলানী, মুফতি মানসুরুল হক, শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন, শায়খ নাসিরুদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ), শায়খ সালেহ বিন ফাউযান আল ফাউযান, অধ্যাপক ডঃ আসাদুল্লাহ গালিবসহ আরও অনেকেই উল্লেখযোগ্য। পাশাপাশি আমি আপনাদের ওয়েবসাইট সহ www.islamqai.info, www.alifta.com এবং www.darulifta-deoband.com ব্রাউজ করি। কিন্তু গত কিছুদিন আগে www.darulifta-deoband.com থেকে জানতে পারলাম যে, শায়খ নাসিরুদ্দিন আলবানী একজন চরমপন্থী ও গোঁড়া গায়রে মুকাল্লিদ এবং হানাফীদের প্রতি সঙ্কীর্ণ মনোভাবসম্পন্ন। উপরন্তু তিনি আহলে সুন্নাহ আল জামাত থেকে বহিষ্কৃত ব্যক্তি (…Nasiruddin Al-bani was extremist, staunch ghair muqallid as well as narrow minded towards Hanafis. He is out of Ahl Sunnah Al-Jamah) । এমতাবস্থায়, আমি খুব কনফিউসড। বিষয়টি কী সত্য? যদি সত্য হয়, তবে আমার কী শায়খ নাসিরুদ্দিন আলবানী (রাহিমাহুল্লাহ)-এর বই পড়া বা তাঁর তাহকীক গ্রহণ করা উচিৎ? (প্রশ্নটি www.darulifta-deoband.com এ পোস্ট করতে পারছিনা বলে আপনাদের শরণাপন্ন হচ্ছি)।