আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2710

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 জুলাই 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। লিখিত সালাম বা কোন লোক মুখে সালাম পাঠানোর হুকুম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নিচের হাদীসটি দেখুন: عن غالب قال : إنا لجلوس بباب الحسن إذ جاء رجل فقال حدثني أبي عن جدي قال بعثني أبي إلى رسول الله صلى الله عليه و سلم فقال ائته فأقرئه السلام قال فأتيته فقلت إن أبي يقرئك السلام فقال عليك وعلى أبيك السلام . একজন সাহাবী বলেন, আমার আব্বা আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পাঠালেন এবং বললেন, তুমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে যাও এবং তাঁকে সালাম প্রদান কর। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে গেলাম এবং বললাম, আমার আব্বা আপনাকে সালাম বলেছেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- عَلَيْكَ وَعَلَي اَبِيْكَ السَّلَامُ উচ্চারণ : আলাইকা ওয়া আলা আবিকাস-সালাম। অর্থ : তোমার প্রতি এবং তোমার পিতার প্রতি সালাম বা শান্তি বর্ষিত হোক। (আবু দাউদ, মিশকাত) অতএব সালাম দাতার জন্য এবং সালাম প্রেরণকারীর জন্য বলতে হবে- عَلَيْكَ وَ عَلَيْهِ السّلَامُ উচ্চারণ : আলাইকা ওয়া আলাইহিস সালাম)। সুনানু আবু দাউদ, হাদীস নং ৫২৩১। হাদীসটির সনদে কিছুটা দূর্বলতা আছে। তবে আমল এই হাদীসের উপরই। আশা করি বুঝতে পেরেছেন।