আসসালামু আলাইকুম। মুহতারাম, ১) শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রঃ) রচিত ফতোওয়া আরকানুল ইসলাম গ্রন্থের অনুবাদের ২৮০ নং পৃষ্ঠার ২৫৫নং প্রশ্নের উত্তরে পেলাম যে, তিন বা চার রাকআতবিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে শুধু তাশাহুদের শব্দগুলো পড়াই উত্তম। যদি এর পর কেউ দরূদ পড়ে তাতেও কোন বাধা নেই। বিদ্বানদের মধ্যে কেউ কেউ এটাকে মুস্তাহাব বলেছেন। কিন্তু তাঁর অর্থাৎ শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উসাইমীন (রঃ)-এর মতে সুন্নাতের নিকটবর্তী কথা হচ্ছে দরূদের পূর্বের বাক্যটি পড়া- দরূদ না পড়া। তবে ঈমাম তাশাহুদ দীর্ঘ করলে দরূদ পড়তে অসুবিধা নেই। অপরদিকে আপনার দেয়া 2744 নং উত্তরে দেখলাম উপরিউক্ত ক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে। মুহতারাম, কোন বিতর্কের অবতারণা করা এপ্রশ্নের উদ্দেশ্য নয়। বিষয়টি যেহেতু ওয়াজিব তরখের মতো পর্যায়ে চলে যাচ্ছে, এব্যাপারে একটু বিশদ ব্যখ্যা করলে উপকৃত হবো ইনশাল্লাহ। ২) মুকাল্লিদ পাত্রীর সাথের গায়রে মুকাল্লিদ পাত্রের বিয়ের ব্যাপারে শরঈ বিধানের বিষয়ে আপনার মতামত কী?