আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2700

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 জুন 2013

প্রশ্ন

আমি একটি বিষয়ে জানতে চাচ্ছি। প্রচলিত হুন্ডি ব্যবসা ও বিকাশের মাধ্যমে বিদেশ থেকে দেশে টাকা পাঠানো জায়েজ আছে কি? ব্যবসা গুলো সম্পর্কে আপনি হয়তো অবগত আছেন। তারপরও আমি সংক্ষিপ্ত আকারে একটু বলার চেষ্টা করছি। হুন্ডি: এটার ক্ষেত্রে দেখা যায় যে, ধরুন ২০ জন লোক দেশে টাকা পাঠাবে আমি তাদের টাকাগুলো দেশে তার আত্মীয়ের কাছে দ্রুত হস্তান্তের নিমিত্তে আমি নিয়ে নি। আর এই টাকা(রিয়াল) আমি এখানকার অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে তার বিনিময়ে দেশে তার কাছ থেকে সমপরিমাণ টাকা নিচ্ছি। এভাবে দেখা যায় যে ২০ জন লোক ব্যাংকের মাধ্যমে পাঠাতে গেলে তাদের প্রত্যেকের ১৫*২০=৩০০ রিয়াল ব্যাংক চার্জ নিবে। আমি তাদের কাছ থেকে নেওয়ার কারনে ব্যাংক আর সেই চার্জটা নিতে পারবেনা। নিলেও আমি যদি সব টাকা একসাথে পাঠাই তাহলে আমার শুধু ১৫ রিয়াল খরচ হবে বাকী ২৮৫ রিয়াল আমার পকেটে যাবে। এক্ষেত্রে গ্রাহক সময় বাচাতে বা সামান্য কিছু রেটে টাকা পাঠাতে এভাবে হুন্ডির দারস্থ হয়। এক্ষেত্রে গ্রাহক বা আমার কারো জন্য এখান থেকে পাওয়া লভ্যাংশ রাষ্ট্রীয় বৈধ বা ইসলামিকভাবে ভাবে জায়েজ আছে কি? বিকাশ: এখানেও একই নিয়মে আমি পুরো মাসে যদি ৫০ টা গ্রাহক পাই আর দেশে আমার কোন বিকাশ এজেন্ট থাকে তাহলে বিকাশ কে আমি মাসে একবারে সব টাকা পেমেন্ট দিয়ে দি। আর তাকে আমি যখন যাকে টাকা পাঠাতে বলি সে পাঠায়। এই ৫০ জন ব্যক্তি ব্যাংক থেকে পাঠালে লেনদেনকৃত ২ টি দেশই ১৫*৫০= করে ৭৫০ রিয়াল পেত। যেহেতু আমি তাদের টাকা নিয়ে মাস শেষে ৫০ জনের টাকা একসাথ করে শুধু ১৫রিয়ালের বিনিময়ে দেশে পাঠিয়ে দিচ্ছি। আর গ্রাহকও তার টাকা দ্রুত হাতে পাচ্ছে। এক্ষেত্রে গ্রাহকের বিকাশের খরচ বেশী হলেও তারা নিমিষের মধ্যেই তাদের টাকা পরিবারের কাছে হস্তান্তর করতে পারে বলে আমাদের অর্থ্যাৎ বিকাশের মাধ্যমে টাকাটা পাঠায়। এক্ষেত্রে আমার ৬৮৫ রিয়াল যেটা লাভ থাকতেছে এটা কি আমার জন্য হালাল হবে? অনুগ্রহ পূর্বক বিস্তারিতে জানালে অনেক উপকৃত হতাম স্যার।

উত্তর

উক্ত কাজ করার জন্য যদি সরকারীভবে অনুমোদন নেয়ার প্রয়োজন হয়, আর আপনি অনুমোদন নিয়ে থাকেন তাহলে সমস্যা নেই। অন্যথায় সমস্যা। আর যদি অনুমোদন নেয়ার প্রয়োজন না হয়, এবং আপনার এই কাজ সরকারী আইনে অপরাধ হিসাবে গণ্য না হয় তাহলে করতে পারেন। আর যদি আপনার এই কাজ সরকারী আইনে অবৈধ হয় তাহলে করতে পারবেন না।