আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2698

হালাল হারাম

প্রকাশকাল: 19 জুন 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার বাড়ি কলকাতা। আমাদের বাড়িতে অনেক সময় হিন্দুরা তাদের মনসা পুজা,বাবা মায়ের মারা জাওয়ার পর শ্রাদ্ধ, প্রভিতি জন্য কিছু সাহায্য নিতে আসে। বা রাস্তা দিয়ে জাওয়ার সময় অনেকে এইরকম ভাবে সাহায্য নেয়। আমার প্রশ্ন হল আমি কি তাদের সাহায্য করতে পারব টাকা দিয়ে?
প্লিজ সুন্নাহ সম্নত জানাবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পূজা অর্থই আল্লাহর সাথে শিরক। সুতরাং কোন পূজাতেই অর্থ দেয়া যাবে না, কোন ধরণের সহায়তা করা যাবে না। শ্রাদ্ধতেও কোন অর্থ দেবেন না।মানুষ মারা গেলে খাওয়ানো এটা হিন্দু প্রথা। এই প্রথাতে কোন মুসলিমের সহায়তা করা ঠিক হবে না।