আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2691

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 জুন 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহতারাম,
১) কী কী শরঈসম্মত কারণে অপেক্ষাকৃত নিকটবর্তী মসজিদ বাদ দিয়ে পরবর্তী নিকটবর্তী মসজিদে গিয়ে সালাত আদায় করা প্রয়োজন?
২) অমুসলিম লোকের কাছে বাড়ি ভাড়া দেয়ার বিষয়ে শরঈ বিধান কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কারো প্রতি কোন বিদ্বেষ ছাড়া এমনিতেই আপনি দূরবর্তী মসজিদে সালাত আদায় করল কোন সমস্যা নেই। তবে কোন হিংসা বা বিদ্বেষের কারণে হলে সেটা ভাল কাজ নয়। ২। দেয়া যাবে, তবে দেখবেন যেন তারা বাড়িতে তাদের ধর্মীয় শিরকী কোন কাজ না করে।