আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 269

নামায

প্রকাশকাল: 25 অক্টো. 2006

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি মহাম্মাদ আল আমিন। আমি স্যার এর একজন ভক্ত এবং নিয়মিত youtube এ স্যার এর লেকচার শুনি। স্যার আব্দুল্লাহ জাহাঙ্গির নামাজে সুরা ফাতেহা পড়া সম্পর্কে বলেছেন যে, ইমাম যখন চুপ থাকবে তখন মুক্তাদি সুরা ফাতেহা পড়বে আর ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদি তখন শুনবে।আমি জার্মানি তে থাকি। আমার পাশের রুম এর এক বড়ভাই আছেন ।ঊনি আজ বলল যে ইমাম যখন চুপ থাকবে তখন মুক্তাদি সুরা ফাতেহা পড়বে আর ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদি তখন শুনবে। এটা নাকি কুরআন হাদিস এর কথাও নেই। উলটা এরকম পরলে নাকি বেদাত হবে। অনুগ্রহ করে হাদিস ও কুরআন এই সমস্যার সমাধান দিলে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। আপনি কী বলতে চেয়েছেন তা অস্পষ্ট। সূরা ফাতিহা সম্পর্কে যা বলা হয়েছে তা হলো ইমাম যে সব নামাযে স্বশব্দে কুরআন পড়ে অর্থাৎ ফজর,মাগরিব ও ইশার নামাযে মুক্তাদিগণ ইমামের পিছনে কুরআন থেকে কোন কিছু পড়বে না আর যে সব নামাযে নিঃশব্দে কুরআন পড়েন সে সব নামাযে কুরআন পাঠ করবে। এই পদ্ধতিটি সহীহ হাদীস দ্বরা প্রমানিত। সাহবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রা. বলেন, كُنَّا نَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ خَلْفَ الإِمَامِ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ, وَفِي الأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ. আমরা জোহর ও আসরের প্রথম দু রাকআতে ইমামের পিছনে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষ দু রাকআতে শুধু সূরা ফাতিহা পাঠ করতাম। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৮৪৩। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। এই হাদীসটি থেকে আমরা বুঝতে পারি যে, জোহর ও আসরের নামাযে কুরআন পড়তে হবে আর অন্যান্য নামাযে চুপ থাকতে হবে। আরো বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয় 0259 নং প্রশ্নের উত্তর।”””””