আসসালামু আলাইকুম, আমি মহাম্মাদ আল আমিন। আমি স্যার এর একজন ভক্ত এবং নিয়মিত youtube এ স্যার এর লেকচার শুনি। স্যার আব্দুল্লাহ জাহাঙ্গির নামাজে সুরা ফাতেহা পড়া সম্পর্কে বলেছেন যে, ইমাম যখন চুপ থাকবে তখন মুক্তাদি সুরা ফাতেহা পড়বে আর ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদি তখন শুনবে।আমি জার্মানি তে থাকি। আমার পাশের রুম এর এক বড়ভাই আছেন ।ঊনি আজ বলল যে ইমাম যখন চুপ থাকবে তখন মুক্তাদি সুরা ফাতেহা পড়বে আর ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদি তখন শুনবে। এটা নাকি কুরআন হাদিস এর কথাও নেই। উলটা এরকম পরলে নাকি বেদাত হবে। অনুগ্রহ করে হাদিস ও কুরআন এই সমস্যার সমাধান দিলে উপকৃত হবো।