আসসালামুয়ালাইকুম, ইদানিং ইসলামী ব্যাংক একটি একাউন্ট offer করছে যার নাম ওয়াকফ একাউন্ট যাতে কেউ সদকায়ে যারিয়া হিসাবে দান করবে। যেমন কেউ কমপক্ষে ১০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট হিসাবে একাউন্ট এ রাখলে মাসে মাসে বা বছরে যে লাভ হবে তা এতিম বাচ্চাদের জন্য বা জনকল্যান খাতে ব্যয় হবে এবং এটা সারাজীবন চলতে থাকবে। আমার প্রশ্ন হল সদকায়ে যারিয়া হিসাবে এই একাউন্ট খোলা জায়েজ হবে কিনা? যাযাকাল্লাহু খায়ের।