আপনার এই বিপজ্জনক চিন্তা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করুন। এই চিন্তা আপনি কোথা থেকে পেলেন যে, সালাতই পড়ছেন না। আপনি তিন রাকআত করে বিতর পড়ুন। তিন রাকআত বিতর পড়া সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সা. বলেছেন, الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلاَثٍ فَلْيَفْعَلْ وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ বিতর প্রত্যেক মুসলিমের উপর আবশ্যক। যার ইচ্ছা ৫ রাকআত বিতর পড়বে, যার ইচ্ছা তিন রাকআত বিতর পড়বে যার ইচ্ছা এক রাকআত বিতর পড়বে। সুনানু আবু দাউদ, হাদীস নং ১৪২৪; সুনানু নাসায়ী হাদীস নং ১৭১২। হাদীসটিকে মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। সুতরাং যদি পারেন কিছু তাহাজ্জুদের সালাত আদায় করে বিতর পড়বেন। তা না হলে ৩ রাকআত বিতর পড়বেন। বিতর বাদ দেয়া অপরাধ। আর আপনি দয়া করে এ বিষয়ে কোন চিন্তা করবেন না। আপনার চিন্তা আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে মনে হচ্ছে।