আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 267

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 অক্টো. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: বিয়ের মহর পরে দেওয়া যাবে কি? দেওয়া গেলে কত দিনের মধ্যে দিতে হবে। সেটার জন্যে বউকে কি সময় বলে দিতে হবে? কতটুকু পরে দেওয়া যাবে? মহর হিসেবে কি কি জিনিস দেওয়া যাবে? মেয়ের বাবা নাই, সেক্ষেত্রে কাকা বা মামার মধ্যে কে উকিল হতে পারবেন? কাকা আসতে না পারলে মামা কি উকিল হতে পারবেন? ওলিমা ১, ২ বছর পরে করা যাবে কি? অলিমা তে কি গোশ্ত কিনে অলিমা করা যাবে?

উত্তর

হাদীসে বিয়ের সময়ই মহর দেয়ার কথা বলা হয়েছে। তবে ফকীহগণ বলেছেন পরে দিলেও হবে। এক্ষেত্রে পরিমাণ ও সময় নির্দিষ্ট করা নেই। টাকা-পয়সা, গহন বা যে কোন সম্পদ দ্বারা মোহর দেয় যায়। পিতার অনুপস্থিতিতে চাচা-মামা উকিল হতে পারবে। ওলিমা কত দিনের মধ্যে করতে হবে এ ব্যাপারে একটি যয়ীফ হাদীস আসে। হাদীসটি হলো রাসূলুল্লাহ সা. বলেছেন, الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ ، وَالثَّانِيَ مَعْرُوفٌ ، وَالثَّالِثَ رِيَاءٌ وَسُمْعَةٌ ওলিমা প্রথম দিনই হওয়া দরকার, দ্বিতীয় দিনেও ভাল আর তৃতীয় দিনে লোক দেখানে। (সুনানু আবু দাউদ, হাদীস নং ৩৭৪৭; সুনানু ইবনে মাজাহ,হাদীস নং ১৯১৫। হাদীসটি সর্বাক্যমতে যয়ীফ। হাদীসটি যেহেতু দূর্বল তাই আমরা বলতে পারি প্রথম দুই দিনের ভিতর ওলিমা করা সবচেয়ে ভাল। এই সময়ে করতে না পারলে যতটা সম্ভব দ্রুত করবে।