মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: বিয়ের মহর পরে দেওয়া যাবে কি? দেওয়া গেলে কত দিনের মধ্যে দিতে হবে। সেটার জন্যে বউকে কি সময় বলে দিতে হবে? কতটুকু পরে দেওয়া যাবে? মহর হিসেবে কি কি জিনিস দেওয়া যাবে? মেয়ের বাবা নাই, সেক্ষেত্রে কাকা বা মামার মধ্যে কে উকিল হতে পারবেন? কাকা আসতে না পারলে মামা কি উকিল হতে পারবেন? ওলিমা ১, ২ বছর পরে করা যাবে কি? অলিমা তে কি গোশ্ত কিনে অলিমা করা যাবে?