আসসালামু আলাইকুম, চাকুরীর জন্য পরীক্ষায় পাশ করার পরে ভাইভাতে টিকে থাকার জন্য কোন প্রকার যোগাযোগ বা সুপারিশ করা জায়েজ কি না? সুপারিশ না থাকলেতো চাকুরী হয় না।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। ভাই, যোগাযোগ করে অর্থাৎ ঘুষ দেয়াকে আমরা বৈধ বলতে পারি না। তবে যোগ্যতা থাকার পরেও যদি ঘুষ দেয়া লাগে তাহলে বিষয়টি আমরা তার মাঝে এবং আল্লাহর মাঝে ছেড়ে দিতে চাই।