আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2662

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 মে 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম,.। মাথার চুল কাল করলে জান্নাতের ঘ্রান পাবে না, এটা কি হাদিস, হাদিস হলে তার সনদ ও মতন আরবি ও অর্থ জানালে উপকৃত হব।

উত্তর

‘- حَدَّثَنَا أَبُو تَوْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِىِّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِى آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لاَ يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ . আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা (চুল বা দাড়িতে) কালো রং লাগাবে। যা দেখেতে কবুতরের পেটের ন্যায়। তারা জান্নাতের সুগন্ধও পাবে না। সুনানু আবু দাউদ, হাদীস নং ৪২১২। হাদীসটিকে শায়খ শুয়াইব আরনাউত রহি. এবং শায়খ আলবানী রহ. সহীহ বলেছেন।