আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2661

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 মে 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। মুহতারাম, স্যার আমরা অনেক সময় জিন্স এর প্যান্ট পরে থাকি—ঐ অবস্থাতে বসে পেশাব করা যায় না। তাই দাড়িয়ে পেশাব করি, আমার প্রশ্ন হলো– দাড়িয়ে পেশাব করার পর পানি অথবা টিস্যু পেপার ব্যবহার করলে কি পবিত্রতা অর্জন হবে? তারপরে অযু করে নামাজ পড়তে পারবো কি? বিস্তারিত জানাবেন। ২) পেশাব করার পরে ছেড়া কাপড় দিয়ে কুলুখ করলে পবিত্রতা অর্জন হবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে প্যান্ট পরে বসে পেশাব করা যায় না, সে প্যান্ট জরুরী ভিত্তিতে বর্জন করতে হবে। এমন ঢিলেঢালা পোশাক পরবেন যা পরে বসে পেশাব করা যায়। দাঁড়িয়ে পেশাব করা মূমিনের পরিচয় নয়, আমাদের বাংলার মানুষের সংস্কৃতি নয়। যদি কোন শরয়ী ওজরের কারণে দাঁড়িয়ে পেশাব করেন তাহলে পানি বা টিস্যু ব্যবহার করলে পবিত্রতা হয়ে যাবে। ২। হ্যাঁ, কাপড় ছেড়া ব্যবহার করলে পবিত্রতা অর্জিত হবে।