আস-সালামু আলাইকুম। মুহতারাম, স্যার আমরা অনেক সময় জিন্স এর প্যান্ট পরে থাকি—ঐ অবস্থাতে বসে পেশাব করা যায় না। তাই দাড়িয়ে পেশাব করি, আমার প্রশ্ন হলো– দাড়িয়ে পেশাব করার পর পানি অথবা টিস্যু পেপার ব্যবহার করলে কি পবিত্রতা অর্জন হবে? তারপরে অযু করে নামাজ পড়তে পারবো কি? বিস্তারিত জানাবেন। ২) পেশাব করার পরে ছেড়া কাপড় দিয়ে কুলুখ করলে পবিত্রতা অর্জন হবে কি না?