আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 266

কুরআন

প্রকাশকাল: 22 অক্টো. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন:
১. কুরআনে জের, জবর, পেশ যুক্ত করেছেন হাজ্জাজ বিন ইউসুফ – ইনি কি সেই যিনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রা) কে হত্যা করেছিল?
২. উমরা বা হাজ্জ এ গিয়ে বেশি বেশি তাওয়াফ করা ভাল নাকি অন্যান্য নফল ইবাদাত? তাওয়াফ এর ক্ষেত্রে কি বাবা,মা, স্ত্রি সকলের পক্ষ থেকে করা যাবে?
৩. হাজ্জ বা উমরাহ বিষয়ে স্যার এর একটি বই বের হওয়ার কথা ছিল, সেটি কি বের হয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ১। কুরআন শরীফে মূলত হরকত লাগিয়েছেন হযরত আলী রা.। হাজ্জাহ বিন ইউসুফও কিছু কাজ করেছেন। অন্য দিকে আব্দুল্লাহ ইবনে জুবায়েরসহ অনেক নেককার মানুষকে তিনি শহীদ করেছেন। ২। হজ্বের সময় বেশী তাওয়াফ করাই উত্তম। ৩। জি, হজ্জের আধ্যাত্মিক শিক্ষা – সংগ্রহ করুন।