মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন:
১. কুরআনে জের, জবর, পেশ যুক্ত করেছেন হাজ্জাজ বিন ইউসুফ – ইনি কি সেই যিনি আব্দুল্লাহ ইবনে জুবায়ের (রা) কে হত্যা করেছিল?
২. উমরা বা হাজ্জ এ গিয়ে বেশি বেশি তাওয়াফ করা ভাল নাকি অন্যান্য নফল ইবাদাত? তাওয়াফ এর ক্ষেত্রে কি বাবা,মা, স্ত্রি সকলের পক্ষ থেকে করা যাবে?
৩. হাজ্জ বা উমরাহ বিষয়ে স্যার এর একটি বই বের হওয়ার কথা ছিল, সেটি কি বের হয়েছে?