আসসালামু আলাইকুম, হুজুর আমার প্রশ্ন হল
সূর্যোদয়ের আগে যদি ৫-৬ মি. বাকি থাকে তখন প্রথমে কোন সলাত আদায় করব ফরজ না সুন্নত?
আমি আজকে এরকম পরিস্থিতিতে আগে ফরজ এবং সূর্যোদয়েরর ১৫ মি. পর সুন্নত আদায় করেছি। কোন সমস্যা হবে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সুন্নাত আদায় করে যদি ফরজ আদায় করতে পারবেন এ ব্যাপানে নিশ্চিত হন তাহলে সুন্নাত আদায় করে ফরজ আদায় করবেন। অন্যথায় ফরজ আদায় করে সূর্যোদয়ের পর সুন্নাত আদায় করবেন।