আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2655

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 মে 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ছোট ছেলে মেয়েদের পেশাব কাপরে লাগলে, ঐ কাপরে সালাত হবে কি?, ঐ বাচ্চার বয়স মাত্র ৫ মাস,, বিস্তারিত জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়ে শিশুর পেশাব প্রাপ্তবয়স্কদের পেশাবের মতই। লাগরে ভাল করে ধৌত করতে হবে। তবে ছেলে শিশু যতদিন মায়ের দুধ ছাড়া বাড়তি খাবার না খাবে তাদের ক্ষেত্রে হুকুম একটু হালকা। তাদের পেশাব হালকা ধৌত করলেই পবিত্র হয়ে যাবে। হাদীসে এসেছে عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَجْلَسَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ উম্মে কায়েস বিনতে মিহসাম একবার তার একটি ছোট পুত্র সন্তানকে নিয়ে রাসুলুল্লাহ সা. এর কাছে আসলেন যে বাচ্চা তখন পর্যন্ত (দুধ ছাড়া) কোন খাবার খেত না। রাসূলুল্লাহ সা. বাচ্চাটিকে নিজের কোলের উপর বসালেন। তখন বাচ্চাটি রাসূলের কাপড়ে পেশাব করে দিল তখন তিনি পানি নিয়ে আসতে বললেন। এবং কাপড়টির উপর পানি ছিটিয়ে দিলেন, ধৌত করলেন না। সহীহ বুখারী, হাদীস নং ২২৩। অর্থাৎ সকল শিশুর পেশাবই অপবিত্র তবে পবিত্র করার ক্ষেত্রে ছেলে শিশুর ব্যাপারে একটু শিথীলতা আছে। অনেক আলেম মনে করেন, ছেলে শিশুদের ক্ষেত্রেও ধৌত করতে হবে। সুতরাং ধুয়ে ফেলায় উত্তম। আল্লাহ ভাল জানেন।