আসসালামু আলাইকুম। আমি যতটুকু জানি- ইবাদত কবুলের পূর্বশর্ত হালাল রিযক্। (আমি খুবই বিভ্রান্তিতে রয়েছি,) আমার প্রশ্ন – ১/সরকারি চাকরি করা হালাল হবে কি না, বিশেষত শিক্ষকতা?
২/আর পেনশনের টাকার ব্যাপারে হুকুম কি হবে? যেখানে মূল বেতনের একটি নিদিষ্ট অংশ কেটে তার চক্রবৃদ্ধি হারে সুদের টাকা অবসরের সময় প্রদান করা হয়। ৩/সরকারি নাকি বেসরকারি চাকরি উত্তম? যদিওবা উভয় ক্ষেত্রেই সুদ ও সহাবস্থান বিরাজমান! জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ্