As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2622

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 এপ্রিল 2013

প্রশ্ন

আমার বাবা আমার মায়ের নামে একটি ইন্সুরেন্স করেছিলেন ২০০০ সালে যার শর্ত লেখা ছিল পেনশন হিসাবে। প্রতি বছর ৯০০০টাকা করে ১৮ বছর দিল । দেওয়া শেষ এখন প্রতি মাসে ৩০০০ টাকা করে যত দিন বাঁচে আমার মা পাবেন, মা মারা যাওয়ার পর আমার ছোট ভাই নমিনী হিসেবে আরো দশ বছর পাবে, দেওয়া হয়েছে ১৬২০০০ আর পাবে অনির্দিষ্ট সংখ্যা। এখন ঐ টাকা কি হালাল হবে?

উত্তর

না, আপনার বর্ণনা অনুযায়ী মূল টাকার চেয়ে অতিরিক্ত টাকা হালাল হবে না। স্পষ্ট বুঝা যাচ্ছে তারা সুদের সাথে জড়িত। তারা হালাল ব্যবসা করে না। সুদ ভিত্তিক প্রতিষ্ঠান। ওখানে অংশগ্রহন করাটাই জায়েজ হয় নি। এখন শুধু মূল টাকাটা নিবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।