আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2605

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 মার্চ 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। যে কোন সম্পদ (বিশষ কতে জমি) পিতা বা মাতার মরনের পর, ছেলের( ১/২) অর্ধেক মেয়ে পায়। আমার জানার বিষয় হল, যদি উক্ত স্মপদ মাতার নামে থাকে তাহলে নাকি মেয়ে ছেলের অপেক্ষা বেশি পাই। আবার পিতার নামে হলে নাকি ছেলে বেশি পাই, এর সত্যতা কুরআন সুন্নাহের আলোকে জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার জানা ঠিক নয়। পিতা-মাতা প্রত্যেকের থেকে ছেলে যতটুকু পায় মেয়ে তার অর্ধেক পাবে।