আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2602

বিবাহ-তালাক

প্রকাশকাল: 15 মার্চ 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম স্যার, আমার ভাইয়ের বিয়ের জন্য আমরা একটি পাত্রী পছন্দ করেছি। পাত্রীর বাবার আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, তাই আমার ইচ্ছা, দিনধার্য্যের (পাকাদেখা) ব্যপারটা বাড়াবাড়ি না করে এবং বর যাত্রী অল্পসংখ্যক নিয়ে গিয়ে বিবাহ কার্য সম্পন্ন করার, কিন্তু আমার বাড়ির লোকজন আমার মতের সঙ্গে সম্মতি হচ্ছে না, তারা চাইছে একটু বাড়াবাড়ি রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ কার্য সম্পন্ন করতে হবে। আমি মনে করি এর ফলে কন্যার পিতা খুব চাপের মধ্যে পড়বে । এমত অবস্থায় আপনি যদি কোন একটা ভিডিও ক্লিপ আমাকে সেন্ড করেন, তাহলে বড়ই উপকৃত হব, ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। লিংকটা দিয়ে দিচ্ছি। এই শিরোনামে ইউটিউবে দেখবেন। বরযাত্রী যাওয়া কি ইসলামে বৈধ- ডঃ খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রঃ)