আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2566

বিবাহ-তালাক

প্রকাশকাল: 7 ফেব্রু. 2013

প্রশ্ন

1. যারা বিবাহের পূর্বে প্রেম বা ভালোবাসা করে তাদেরকে এই কাজ থেকে দূরে সরানোর জন্য কোনো আমল বা দোআ অথবা অন্য কোনো পদ্ধতি ইসলামে আছে কি?. থাকলে দয়া করে জানাবেন . 2.মন্ত্র ব্যবহার এর বৈধতা কতটুকু ইসলামে অথবা আছে কি না?… এবং কোনো নেক উদ্দেশ্য হাসিল করার জন্য মন্ত্র বা তন্ত্র ব্যবহার করা যাবে কি না?.. এই দুইটা প্রশ্নই করেছিলাম .. উত্তর দিবেন আশা করি .. অগ্রিম ধন্যবাদ .

উত্তর

১. তাদেরকে প্রথমে দুনিয়ার বাস্তবতা দেখাতে হবে। এভাবে প্রেম করে কত জনের বিয়ে হয়েছে? আর বিয়ের পর কত জনের পরিবারে শান্তি আছে? অধিকাংশের বিয়ে হয় না, আর যাদের হয় তাদেরও অধিকাংশের পরিবারে শান্তি নেই। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ. বলতেন, প্রেম করে বিয়ে না হলে কিছু দিনের কান্না আর বিয়ে হলে সারা জীবনের কান্না। এবার আসেন আখেরাতের বিষয়ে, আল্লাহ কুরআনে ব্যভিচারের কাছে যেতেও নিষেধ করেছেন। আর প্রেম হলো ব্যভিচারের সূচনা। কঠিন শাস্থির মুখোমুখি হতে হবে এ কারণে। সুতরাং আখেরাতে কথা, জাহান্নামের বিপদের কথা বারবার স্বরণ করতে হবে। ২। তন্ত্র-মন্ত্র দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন তা স্পষ্ট নয়। তবে ইসলামে কুরআন-হাদীস দিয়ে ঝাঁড়ফুক জায়েজ আছে। আপনার প্রশ্ন দুটির উত্তর আগেই দেয়া হয়েছে। উত্তর নম্বর 2657 এবং 2667