আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2562

নামায

প্রকাশকাল: 3 ফেব্রু. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্নটি হলো আমি সালাতের পরে যে যিকির ওযীফা নিয়মিত করি,কিন্তু আমি এটা জানতে চায় যিকির গুলো কি ফরজ নামাযে সালাম ফিরানো পড়ে করতে হবে নাকি ফরজ নামাজের পরে সুন্নত গুলো আদায় করে করতে হবে, সুন্নত সম্মত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুন্নাতের আগে পরে যে কোন সময় করলেই সুন্নাত আদায় হয়ে যাবে।