আসালামু আলাইকুম জী, আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমার প্রশ্ন হল–এখানকার একজন বড় আলেম এর মুখে আমি শুনলাম যে দেওবন্দের বড় আলেম হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ (সঃ)এর কবরে গিয়ে সালাম দেন, এর পর কবর থেকে সালামের উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম। এটা কতটা শরীয়ত সম্মত?