আস-সালামু আলাইকুম। আমি একজন ইমাম। মাঝে মাঝে বিশেষ করে শুক্রবারে অনেকে দুয়া করার বা নেওয়ার জন্যে আমাকে টাকা দিয়ে থাকে, যাতে আমি সব মুসল্লিদের নিয়ে তার জন্যে দুয়া করি। ১) আমার জানার বিষয় হল,এই প্রচলিত দুয়া কতটুকু সুন্নাত সম্মত?
২) সালাত শেষে সম্মিলিতভাবে হাত তুলে দুয়া করলে কি বিদয়াত হবে? ৩) কুর আন খতমের পর দুয়া বখশানোর বিধান কি?