আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2535

রোজা

প্রকাশকাল: 7 জানু. 2013

প্রশ্ন

যদি কেউ প্রতি সোমবারে রোযা রাখে তাহলে কি বিদাত হবে? এটি হাদিসে আছে? এ ব্যাপারে ফযিলত কি?

উত্তর

না, সোমবার রোজা রাখা বিদাত নয়। বরং সুন্নাত। আবু কাতাদাহ আনসারী রা. বলেন, সোমবারের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সা. কে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই দিনে কিয়ামত হবে এবং এই দিনে আমার উপর কুরআন নাযিল হয়েছে। সহীহ মুসলিম, হাদীস নং ২৮০৪। وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الاِثْنَيْنِ قَالَ ذَاكَ يَوْمٌ وُلِدْتُ فِيهِ وَيَوْمٌ بُعِثْتُ أَوْ أُنْزِلَ عَلَىَّ فِيهِ সোমবারের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সা. কে জিঞ্জাসা করা হলে তিনি বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই দিনে কিয়ামত হবে এবং এই দিনে আমার উপর কুরআন নাযিল হয়েছে। সহীহ মুসলিম, হাদীস নং ২৮০৪।