আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 253

নামায

প্রকাশকাল: 9 অক্টো. 2006

প্রশ্ন

স্যার রাতে অনেক আজে বাজে সপ্ন দেখে ফযয়ের সালত মিস হলে কি করব। দয়াকয়ে জানাবেন।

উত্তর

ঘুমের শুরুতে দুআ পড়বেন। একটি দোয়া হলো, بِاسْمِكَ رَبِّى وَضَعْتُ جَنْبِى وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِى فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ. সুনানু আবু দাউদ, হাদীস নং ৫০৫২। হাদীস সহীহ। এছাড়াও সহীহ বুখারীর হাদীসে আছে রাসূলুল্লাহ সা. সূরা ইখলাস, ফালাক, নাস একবার করে পড়ে দুহাত একত্র করে ফু দিয়ে শরীরে বুলতেন, এভাবে তিনবার করতেন। দোয়া পড়ার পর এলার্ন দিয়ে ঘুমাবেন। আশা করি আপনি যথাসমায়ে ঘুম থেকে উঠতে পারবেন।